parbattanews

কাপ্তাইয়ে এসএসসিতে স্কুলে পাশের হার ৬৭.৫৮, মাদ্রাসায় শতভাগ

কাপ্তাইয়ে এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে স্কুলে পাশের হার ৬৭.৫৮ এবং মাদ্রাসায় শতভাগ পাশ। এ বছর কাপ্তাই উপজেলা থেকে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, এ বছর ১২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বমোট ১ হাজার ৩শ’ ৪২ পরীক্ষার্থী অংশ নেন, তার মধ্যে পাশ করেছে ৯শ’ ৭ জন, পাশের হার ৬৭.৫৮।

মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শতভাগ পাশ করেছে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। জিপিএ-৫ এর দিক দিয়ে ও এগিয়ে এই প্রতিষ্ঠানটি। সর্বমোট ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে এই প্রতিষ্ঠান থেকে।

এছাড়া কেপিএম স্কুল থেকে ৭ জন, বিদ্যু উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ১শ’ ২২ জন অংশ নিয়ে সকলে পাশ করেছে। পাশের হার শতভাগ। তার মধ্যে আল আমিন নুরিয়া মাদ্রাসা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সামগ্রিক ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সকলকে আরও মনযোগী হয়ে পাশের হার বাড়াতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, গড় পাশের হার এবং জিপিএ-৫ এর আরও বাড়াতে হলে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

Exit mobile version