parbattanews

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাদের উদ‌্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে রবিবার (২৯ই নভেম্বর) দিনব‌্যাপী নানান আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে ধর্মীয় প্রতাকা উত্তোলন, ভিক্ষ সংঘকে পিন্ডদান, হাজার বাতি দান, চীবর দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিৎমরম বৌদ্ধ বিহার এর বিহারধ্যক্ষ ভদন্ত পামাক্ষা মহাথের এর সভাপতিত্বে দানোৎসবে প্রধান আলোচক ছিলেন ভদন্ত পঞ্ঞাসিরি থেরো।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরীসহ বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মংসুইপ্রু মারমা।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুর দুরান্ত হতে শত শত দায়ক দায়িকা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে বিনামূল্যে দুই হাজার মাস্ক এবং হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।

Exit mobile version