parbattanews

কাপ্তাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে র‍্যালি এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আতাউল হক চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া , কাপ্তাই এস এম সির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল , কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন এবং ইউপি সদস্য মাহাবুব আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের সাথে একত্র হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে দেশ হতে সব ধরনের অপরাধ দূর হবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসবে।

Exit mobile version