parbattanews

কাপ্তাইয়ে কাঁঠালের বাম্পার ফলন

Exif_JPEG_420

কাপ্তাই প্রতনিধি:

কাপ্তাইয়ে সুস্বাধু ও পুষ্টিতে ভরপুর জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এর পাশাপাশি পার্বত্যঞ্চলের বিলাইছড়ি, কেংড়াছড়ি, গাছকাঠাছড়া, গবঘোনাসহ বিভিন্ন উপজেলায়ও এবার গাছে গাছে কাঁঠালে ভরে গেছে।

কাঁঠাল ব্যবসায়ী সুলতান অহমেদ জানান, আমাদের এলাকায় ইতি মধ্যে কাঁঠাল পাকা শুরু করেছে। গত দু’মাস যাবত আমরা কাঁঠাল সংগ্রহ করে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা হতে ঢাকা, নরসিংদী, রায়পুরা, ভৈরব, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছি।

ব্যবসায়ীর উল্লেখ করেন, বর্তমানে কাঁঠালের বাজার অত্যন্ত ভাল এক একটি মাঝারি ধরণের কাঁঠালের দাম ১৩০ থেকে ১৫০ টাকা এবং ছোট একটি কাঁঠালের দাম ৬০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি করতেছি। ৩৫০ থেকে ৪০০শত কাঁঠাল পরিবহন করতে ১৪ থেকে ১৬ হাজার টাকা পরে যায়। তবে এবারে পরিবহরন খরচ বেশি হওয়ার ফলে প্রতিটি কাঁঠালের উপর কিছুটা বেশি দামে ক্রেতাদের কিনতে হচ্ছে।

Exit mobile version