parbattanews

কাপ্তাইয়ে কামারদের ব্যস্ততা ও ব্যবসা কমে গেছে

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কামারদের ব্যবসা ও ব্যস্ততা কমে গেছে। প্রতি বছরের ন্যায় কুরবানীর ঈদ এলে কামাররা দা, ছুরি,বটিসহ বিভিন্ন লৌহা জাতিয় জিনিস তৈরিতে রাত-দিন ব্যস্ত হয়ে পড়ে। এবার করোনাভাইরাসের ফলে প্রভাব ফেলেছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে।

কাপ্তাই নতুন বাজার গিয়ে দেখা যায় কামাররা আলস বসে সময় পার করছে।

কামার আরিফ জানান, আগের বছরও সারা রাত-দিন কুরবানীর ঈদে, দা, ছুরি, বটির তৈরি শানকাজে ব্যস্ত সময় পাড় করতাম। দিনে আয় হতো ৪/৫হাজার টাকা। আর এখন করোনাভাইরাসের ফলে কোন ব্যবসা নেই। দিনে ৪/৫‘শ টাকা আয় করতে পারি না।

লোকজন আগের মত আর দা, ছুরি,বটি নিয়ে আসেনা এবং অর্ডারও দেয়না। তাই আর কি করব কাজ নেই, ব্যস্ততাও নেই।

এলাকার হাশেম জানান, করোনাভাইরাসের ফলে এবার বহু মানুষ কুরবানী দিচ্ছেনা। যার ফলে কামারদের এখানে লৌহ জাতিয় জিনিস তৈরি করতে আসেনা। কামাররা একটি বছর এ ঈদের জন্য দীর্ঘ অপেক্ষা করতে থাকে। এখন সে আশা নিরাশায় পরিণত হয়ে গেছে।

Exit mobile version