কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

fec-image

রাঙামাটির কাপ্তাই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২টায় উপজেলা কিন্নরী হলরুমে কৃষি সম্প্রসারণের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৭শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

স্বাগত বক্তব্য রাখেন উপজলা কৃষি কর্মকর্তা মো.শামসুল আলম চৌধুরী।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৭শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ ধান, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপকরণ, কাপ্তাই, কৃষক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন