parbattanews

কাপ্তাইয়ে জুমার নামাজ শেষে মাদক বিরোধী লিফলেট বিতরণ

কাপ্তাই কেন্দ্রিয় মসজিদে মাদক বিরোধী লিফলেট বিতরণ করছেন আশ্রাফ আহমেদ রাসেল(ইউএনও)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলায় মাদক বিরোধী ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষে কাপ্তাই উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার (৩ জানুয়ারি) , মাদক বিরোধী বয়ান, আলোচনা সভা ও নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ মাদক বিরোধী সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বড়ইছড়ি সদড় মসজিদে জুমার নামাজ শেষে নিজ হাতে বিপুল সংখ্যক কিশোর, যুবক ও বয়স্ক মুসল্লিদের মাঝে মাদক বিরোধী সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা তথ্য অফিসার মো. হারুন, উপজেলা অফিস সুপার সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই বিএফআইডি মসজিদ এলাকা ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিমসহ উপজেলার বিভিন্ন স্থানে জুমার নামাজ শেষে এ লিফলেট বিতরণ করা হয়।

Exit mobile version