parbattanews

কাপ্তাইয়ে জেএসএস‘র ডাকে ৩৬ ঘন্টা অবোরধ পত্রিকাও বন্ধ

কাপ্তাই প্রতিনিধি:

জনসংহতি সমিতি (জেএসএস) এর ডাকে ৩৬ ঘন্টা অবোরধ এর দ্বিতীয় দিনেও কাপ্তাই-চন্দঘোনা পর্যন্ত দূরপাল্লার কোন যানচলাচল করতে দেওয়া হয়নি। ঢাকা হতে কাপ্তাইয়ের দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়া হয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। অন্যদিকে সিএনজি চালকরা অভিযোগ করে দু‘দিন যাবত যানচলাচল বন্ধ থাকায় পবিত্র রমযান মাসে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।

চালক ও যাত্রীরা বলেন পবিত্র রমজান মাসে কিসের হরতাল। এটা কোন সভ্য মানুষের হরতাল হতে পাড়ে না বলে মন্তব্য করেন তারা। বুধবার ভোর হতে জেএসএস সমর্থকরা ব্যাংছড়ি, রেশম বাগান ও বারঘোনা হাতে লাঠি সোটা নিয়ে পিকেটার করে এবং সকল ধরনের যানচলাচল বন্ধ করে দেয়। এদিকে হরতালের আওতামুক্ত পত্রিকা থাকলেও পিকেটাররা ঢাকা-চট্টগ্রামের পত্রিকাও আনসতে বাঁধা সৃষ্টি করে। হকার মফিজ ও আলতাফ অভিযোগ করেন অনেক পত্রিকা তারা বিলি করতে না পেড়ে বাসায় চলে যায়। এদিকে কাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত সকল ধরনের নৌ যানচলাচল ও বন্ধ আছে।

Exit mobile version