parbattanews

কাপ্তাইয়ে জেএসএস কর্তৃক আরএফএল’র গাড়িতে চাঁদা দাবি করে চাবি ছিনতাই, উদ্ধার করলো যৌথবাহিনী

চাঁদাবাজি

কাপ্তাই প্রতিনিধিঃ 

আরএফএল কোম্পানির মালামাল বহনকারী পিকাপভ্যান (ঢাকা-মেট্রো-ঠ- ১৩৩৩২৬)-এর চালকের কাছে জেএসএসর নামধারী কয়েকজন সন্ত্রাসী দশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় চালক শরিফুল ইসলামের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে যায়। রোববার বিকালে রাজস্থলী যাওয়ার পথে কাপ্তাই উপজেলাস্থ কারীগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, কাপ্তাই উপজেলাস্থ কারীগর পাড়া গাড়িটি পৌঁছলে ৩ সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গাড়ির চাবি নিয়ে যায়। পরে চালক বিষয়টি বিজিব, সেনা জোন ও চন্দ্রঘোনা পুলিশকে জানান। এর প্রেক্ষিতে যৌথ বাহিনী রবিবার দিবাগত রাতে এবং সোমবার সকালে অভিযান চালিয়ে গাড়িসহ চাবি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার সাথে যোগাযোগ করা হলে ওসি জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, চালকের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

Exit mobile version