parbattanews

কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ স্পটে বসবাসকারীদের সচেতন করতে প্রশাসনের ক্যাম্পেইন 

রাঙ্গামাটি জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসের মতো বড় দুর্যোগ মোকাবেলায় জনসাধারনকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবার (১৭ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনীতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের দুর্যোগকালীন করণীয় বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেন।

এসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্পটে গিয়ে সেখানে বসবাসকারীদের এই বিষয়ে উপজেলা প্রশাসনের সচেতনতা ক্যাম্পেইন চলমান থাকবে।

Exit mobile version