parbattanews

কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক আহত

কাপ্তাইয়ে উপজেলায় দ্রুত গতির একটি ট্রাক চলন্ত সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে এর চালক গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) বেলা প্রায় পৌনে ১০টায়।

থানা ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলা সদরস্থ বরইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে দ্রুত গতির একটি ট্রাক (চট্টমেট্রো-ন-১১-২৬৯৫) এসে  পিছন থেকে চলন্ত সিএনজি চালিত অটোরিক্সাকে (চট্টগ্রাম-থ-১১-৫৩৭৯)  পিছন দিক হতে ধাক্কা দিলে সিএনজি চালক মোঃ শহিদুল ইসলাম(২৮), পিতাঃ নুরনবী, গ্রামঃ বনগ্রাম, ডাকঃ খন্দকার পাড়া, থানাঃ রাংগুনীয়া, জেলাঃ চট্টগ্রাম গুরিতর আহত হয়।

আহত চালককে চিকিৎসার জন্য প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাক ও অটোরিক্সা কাপ্তাই থানার পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংগঠিত ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

Exit mobile version