parbattanews

কাপ্তাইয়ে ডিজিএফআই এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

DGFI

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ডিজিএফআই শাখার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাপ্তাইয়ে ডিজিএফআই প্যারেড গ্রাউন্ড শাখার অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক ওবাইদুর রহমানের সভাপতিত্বে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন বাংলাদেশ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এএসএম আফজালুল হক পিএসসি,বিএন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ডিজিএফআই’র অধিনায়ক কর্নেল এমদাদ উল্লাহ ভুঁইয়া, বান্দরবান ডিজিএফআই অধিনায়ক শেখ শফিউল ইমাম, কাপ্তাই ১৯বিজিবি অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান, ১০বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ আহমেদ, জুড়াছড়ি ১১ বেঙ্গল অধিনায়ক লে. কর্ণেল মেজবাউল ইসলাম, বিজিবি উপ-অধিনায়ক মোস্তাফা কামাল, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌ. থোয়াইচিং মং মারমা, কাপ্তাই পাল্পউল বিভাগীয় প্রধান আ ন ম আবদুল ওয়াদুদ, রাঙ্গামাটি এনএসআই ডিডি নাছির উদ্দিন, জুড়াছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়ন চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিংচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, এএসপি সার্কেল আবুল কাশেম, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামান্ত, চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল ইসলাম, এলপিসি সহ-মহাব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রকৌ. আবদুল লতিফ, সাংবাদিক করিব হোসেন, কাজী মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লাভলুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপিস্থত ছিলেন।

পরে সকলের উদ্দেশ্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

Exit mobile version