কাপ্তাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ 

fec-image

কাপ্তাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪দফা দাবি বাস্তবায়নে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষকদের পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এই প্রতিবাদ সমাবেশ করে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আহ্বায়ক, ডিপ্লোমা ইঞ্জিয়ার ছাত্র, শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ প্রকৌশলী আবদুল আলী প্রতিবাদ সমাবেশে  সভাপতিত্ব করেন।

আন্দোলনকারীরা বলেন, আন্তার্জাতিকমানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে পরিবর্তন অযৌত্তিক। এ আত্মঘাতিক সিদ্ধান্ত বন্ধের দাবি জানান।

দাবি গুলো হলো- বিএনবিসি ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান। এবং ছাত্র, শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন, জেনিক কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক মো. ইমাম ফখরউদ্দীন রাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা সংগ্রাম পরিষদ সদস্য সচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মো. রফিকুজ্জামান, মোবারক হোসেন, কেন্দ্রীয় কমিটি ও সংগ্রাম পরিষদ আহ্বায়ক মো. ফজলুর রহমান খান, জেনিক আই,ডি, ইবি সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক ও জেনিক কাপ্তাই সহ-সভাপতি সুজিত কুমার বিশ্বাসসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন