parbattanews

কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

কর্মশালায় ব্ক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

গণযোগাযোগ অধিদফতরের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৯ মে) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তরা বলেন, সকলে মিলে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করলে সমাজ থেকে একদিন অসঙ্গতি দূর হবে।

Exit mobile version