parbattanews

কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে প্রশিক্ষণ

রাঙামাটি কাপ্তাইয়ের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে তিন দিন ব্যাপী সদস্যদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে’ দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙামাটি বিআরডিবি উপ-পরিচালক মো. এনামুল হক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দারিদ্র্য বিমোচন লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেয় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা কৃষি অফিসার শামসুল আলম চৌধুরী, বিআরডিবি অফিসার আবদুল্লাহ আল বাকের, অপ্রধান শস্য বিশেষজ্ঞ অতীশ চাকমা ও অপ্রধান শস্য কর্মকর্তা দীপেন চাকমা।

তিন দিন ব্যাপী প্রশিক্ষণে অপ্রধান শস্য উৎপাদন, সমস্যা, প্রতিকার, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণ বিভিন্ন বিষয়ে ৪০ প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে ওই প্রশিক্ষণ দেয়া হয়।

Exit mobile version