parbattanews

কাপ্তাইয়ে নকল ও ভেজাল পণ্য উদ্ধারে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করছেন

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্যসহ বিভিন্ন মুদি দোকান, রেস্তোঁরা, বেকারী, ঔষধের দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল নতুন বাজারের বিভিন্ন দোকানে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় অভিযান পরিচালনা করেন। এর মধ্যে পেঁয়াজের মূল্য , মেয়াদোত্তীর্ণ, বেকারীতে ক্ষতিকর রাসনিক দ্রব্য মিশ্রণ, ড্রাগ লাইসেন্স না থাকায় আইন অনুযায়ী ৫টি দোকান থেকে ১৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী অফিসার জানান, কোন পণ্য ভেজাল, মেয়াদোত্তীর্ণ, বা নকল কোন কিছু আগামিতে পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরির্দশক মোঃ ইলিয়াছ, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাগর চত্রুবর্ত্তী, সম্পাদক শামশুল আলম নুর মুন্না, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, নতুন বাজার সমিতির সদস্য মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জামাল ও মোকারমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version