parbattanews

কাপ্তাইয়ে নারায়ণগঞ্জ থেকে আসা ২৬ জন শ্রমিককে ফেরত পাঠালেন কাপ্তাই ওসি

নারায়ণগঞ্জ থেকে কেএন হারবার কনসোটিয়াম লিমিটেড এর কর্তৃক সাপ্লাইকৃত ট্রাক‘সহ ২৬ জন শ্রমিককে কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্ট হতে ফেরত পাঠালেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন।

মঙ্গলবার(৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রেশম বাগান পুলিশ পোস্টের পুলিশ সদস্যদের নিয়ে তাদের কাপ্তাইয়ে প্রবেশে বাধা দেন।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা বটতলা, সর্দার বাড়ি এলাকা হতে মেসার্স রমজান ঠিকাদার এর তত্ত্বাবধায়ক মো. সম্রাট মিয়া কেএন হারবার কনসোটিয়াম লিমিটেডের পক্ষ হতে ট্রাক‘সহ ২৬ জন শ্রমিক নিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকায় ইতালীয়ান এনড্রিজ হাইড্রো কোম্পানির রিফারিংয়ের কাজ করতে আসেন।

কিন্ত এই বিষয়ে তাদের কোন অনুমতি নেই, তাছাড়া নারায়ণগঞ্জ জেলা করোনাভাইরাসের হটস্পট, তাই এই মূহুর্তে তাদেরকে কাপ্তাইয়ে প্রবেশে অনুমতি দেওয়াটা হবে বিপদজনক। তাই ট্রাকসহ তাদের ফেরত পাঠালাম।

এদিকে কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখতে কাপ্তাইয়ের প্রতিটি প্রবেশমুখে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে বলে জানান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার। জরুরী সেবাখাত ছাড়া কোন লোকজন এবং যানবাহন কে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান।

Exit mobile version