parbattanews

কাপ্তাইয়ে নিরাপদ বোর্ডিংয়ে চুরি

 

কাপ্তাই সংবাদদাতা:

কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট এলাকায় নিরাপদ বোর্ডিংয়ে চুরি হয়েছে। নিরাপদ বোর্ডিং এখন আতংক বলে এলাকার লোকজন ও বোর্ডাররা উল্লেখ করেন। বোর্ডিংয়ে দীর্ঘ এক বছর যাবত রাশেদ নামের ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ কাপ্তাই উপজেলা (এমআর) প্রতিনিধি বোর্ডার হিসাবে বসবাস করে আসছেন।

রাশেদ অভিযোগ করেন, বোর্ডিং হতে জুমার নামায পড়ার জন্য মসজিদে যায়। নামায শেষে বোর্ডিংয়ে আসার পরে দেখে তাঁর ব্যবহৃত কক্ষের দড়জা ভাংগা এবং রক্ষিত ৩টি দামি মোবাইল, নগদ তিন হাজার টাকা, এটিএম কার্ড দুটি, গাড়ির লাইসেন্সসহ গরুত্বপূর্ণ কাগজপত্র সব কিছু চোরে নিয়ে গেছে। এ ব্যাপারে নিরাপদ বোর্ডিং ম্যানেজার মাসুদকে জিজ্ঞাসা করলে উত্তরে ম্যানেজার বলেন, আমি কি আপনার জন্য কক্ষে র‌্যাব বসিয়ে রাখব।

উক্ত অভিযোগকারি চুরি যাওয়া মালামাল ফেরত এবং বোডিং কর্মকর্তার এ ধরনের ব্যবহারের জন্য কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফের নিকট শনিবার বিচার দাবি করেন। কাপ্তাই থানায় তিনি একটি সাধারণ ডায়রী করেন বলে জানান।

Exit mobile version