parbattanews

কাপ্তাইয়ে নির্বিচারে আগর গাছ ধ্বংস

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে নির্বিচারে ধবংস হচ্ছে চাষীদের আগর গাছ। বিভাগীয় বন কর্মকর্তারবাগান পরিদর্শন। চাপা উত্তেজনা বিরাজ।

পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের বিভিন্ন বন বিটে দুস্থ, অসহায়, নদী ভাঙ্গাণ এলাকার লোকজন অংশীদার ভিত্তিতে বন বিভাগের সাথে ১৫বছর ব্যাপী আগর চাষ করে আসছে।

২০০৭-হতে ২০০৮ সালে এ কার্যক্রম কাপ্তাই রেঞ্জের বিভিন্ন বিটে চারা রোপন করা হয়। ২/৩ বছর পর এ চাষের মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে।

চাষীরা অভিযোগ করেন, এক একটি গাছ বড় করতে তাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। বিভিন্নভাবে দিয়েছে শ্রম।

উৎপাদনে যাওয়ার প্রাক্কালে এক শ্রেণীর দুর্বৃত্ত নির্বিচারে গাছগুলো কেটে বাগানে ফেলে রাখছে।

চাষীরা অভিযোগ করেন, কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিটে গত কয়েক দিন যাবত ৪/৫ জন আগর চাষীর প্রায় ৪শ’ আগর গাছ কর্তন করে বাগানে ফেলে রেখেছে।

চাষীরা অভিযোগ করে জানান, আমরা এর ক্ষতিপূরণ চাই এবং সেই সাথে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আগর চাষী সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল বলেন, বিরোধপূর্ণ জায়গা দেওয়ার ফলে আজ এ পরিনতি। তিনি চাষীদের ক্ষতিপূরণ দাবি জানান।

এদিকে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তৌফিকুল ইসলাম (শুক্রবার) ক্ষতিগ্রস্থ আগর চার্ষীদের বাগান পরিদর্শন করে চাষীদের শান্তনা দেন।

এছাড়া তিনি চাষীদের সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানা যায়।

Exit mobile version