parbattanews

কাপ্তাইয়ে নিষিদ্ধ পণ্য বাঘা বাড়ির ঘি জব্দ

 নস্ট তেল ফেলে দেয়া হচ্ছে ও কর্মরত শ্রমিকরা সাস্থ্যসম্মত কিনা পরীক্ষা করা হচ্ছে

কাপ্তাই উপজেলা স্যানিটারি মোঃ ইলিয়াছ (ফুড সেফটি ইন্সপেক্টর), রাইখালী বাজার পরিদর্শন করে বাঘা বাড়ির নিষিদ্ব পণ্য ২৫০ গ্রাম ওজনের ১৪টি ঘি জব্দ করে।

রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ সময় তিনি তার জুনিয়র মেকানিক আলমগীর ও সহযোগিদের নিয়ে ৮/১০টি দোকান পরিদর্শন করে বিভিন্ন দোকান হতে স্টার শিফ, কনডিন্স মিল্ক ও সরিষার তেল ভেজাল সন্দেহ হলে তা নমুনা পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে আসেন।

এছাড়া রাইখালী মুন স্টার বেকারিতে অভিযান চালিয়ে নস্ট তেল দিয়ে বেকারী সামগ্রী তৈরির দায়ে নস্ট তেলগুলো তাৎক্ষণিক ফেলে দেয়া হয়। এবং ঐ বেকারীর কর্মরত শ্রমিকরা স্বাস্থ্য সম্মত কিনা হাতে নখ আছে কিনা এবং কর্মরত শ্রমিকদের মেডিকেল সনদ আছে কিনা পরীক্ষা করা হয়।

এদিকে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ বলেন, রাইখালী বাজার পরিদর্শন করে বিভিন্ন পণ্য সামগ্রী পরীক্ষার জন্য ল্যাবে আনা হয় এবং ১৪টি নিষিদ্ব বাঘা বাড়ির ঘি আটক করি। এছাড়া ময়লা ও নস্ট তেল দিয়ে পণ্য সামগ্রী বানানোর দায়ে তেল তৎক্ষণিক ফেলে দেয়া হয়। শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্য সম্মত কিনা তা পরীক্ষা করা হয়।

তিনি বলেন, এদের বিরুদ্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

Exit mobile version