parbattanews

কাপ্তাইয়ে নৃশংস সুমি হত্যা মামলার ব্যবহৃত মোবাইল  সিমসহ গ্রেপ্তার আরও ১ 

কাপ্তাইয়ে প্রাইমারি স্কুল  টয়লেটে হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় গ্রেপ্তার আরও একজন। ধীরে ধীরে জট খুলতে শুরু করেছে। নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগমের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা  হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সুমি হত্যায় জড়িত অভিযোগে কাপ্তাই পুলিশ শিল্প এলাকা হতে মো. কবির (৪৪) পিতা মৃত আব্দুল মজিদ নামে এক কাঠ মিস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর পূর্বে   ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হত্যায় জড়িত হাজেরা বেগম (৫২), রুমিকে (২৫) সম্পর্কে মা মেয়েকে  গ্রেপ্তার  করে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ  শাহিনুর রহমান  বলেন, আটক কবিরের নিকট হতে নিহত সুমির রেজিস্ট্রেশনকৃত ব্যবহৃত মোবাইল  সিম পাওয়া গেছে।  আটকদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা আমরা তা তদন্ত করছি। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান এটা নিশংস হত্যাকাণ্ড ও পরিকল্পিত। সুমি হত্যা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে।  আটকদের বিরুদ্ধে ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ ১২মার্চ (শনিবার) বিএফআইডিসি  সরকার প্রাথমিক বিদ্যালয়  পরিত্যক্ত শৌচাগার হতে নিহত সুমির মৃতদেহ উদ্বার করে পুলিশ। নিশংস হত্যা কান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং ধীরে ধীরে হত্যা রহস্যের জট খুলতে শুরু করেছে।

Exit mobile version