parbattanews

কাপ্তাইয়ে সুমি হত্যা মামলায় আটক মা-মেয়ে

প্রতীকী ছবি

কাপ্তাইয়ে হাসিনা আক্তার সুমি হত্যা মামলায় আটক করা হয়েছে মা-মেয়েকে। ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। নিহত হাসিনা আক্তার সুমির মা আমেনা বেগমের দায়ের করা মামলায় আসামি হিসেবে উল্লেখিত তিনজনের মধ্যে ২ জন আটক হলেন।

সোমবার (১৪ মার্চ) কাপ্তাই থানা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হত্যায় জড়িত হাজেরা বেগম(৫২) এবং রুমিকে (২৫) আটক করে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত অভিযোগে রুমির স্বামী বাবলু বড়ুয়া পলাতক রয়েছে। আটক দু’জন সম্পর্কে মা-মেয়ে বলে জানিয়েছে কাপ্তাই থানা সূত্র।

তদন্ত কর্মকর্তা কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, আটককৃতদের সাথে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা তদন্ত করছি। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান, এটা নৃশংস ও পরিকল্পিত  হত্যাকাণ্ড। সুমিকে হত্যা করা হয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে। নিহতর মা আমেনা বেগম বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version