parbattanews

কাপ্তাইয়ে পাহাড়ি এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি প্রদর্শনী

পাহাড়ি এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি প্রদর্শনী বুধবার(১৪ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই ওয়াগ্গা সাপছড়িতে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই এর আয়োজনে এই প্রযুক্তি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পার্বত্যঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. লুৎফর রহমান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের চালিকা শক্তি। পাহাড়ের মাটির বৈচিত্র্যতা রয়েছে, এখানে সব ধরনের ফলন ভালো হয়, তাই আমাদেরকে ভূমির ব্যবহার বাড়িয়ে পতিত জমিতে কৃষি চাষ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে।

প্রদর্শনীতে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী প্রযুক্তি প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এইসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, কৃষক এবং মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।

পরে অতিথি এবং অংশগ্রহণকারীরা সাফছড়ি কৃষক মাঠ প্রদর্শনী পরিদর্শন করেন। এর আগে বিষয়ের উপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক।

Exit mobile version