parbattanews

কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত পরিবারকে বিশ হাজার টাকা সহায়তা

নিহত পরিবারের নিকট নগদ টাকা প্রদান করছেন ইউএনও

রাইখালী কারিগর পাড়া পাহাড় ধসে নিহত দু’জনের একজনের ক্ষতিগ্রস্থ পরিবারকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, পাহাড় ধসে নিহত দু’জনের মধ্যে অতল বড়ুয়া চট্রগ্রাম জেলার নোয়াপাড়ার রাউজানের অধিবাসী তার নিজস্ব একটি খামার বাগান রয়েছে কারিগরপাড়া ।

খামারটি দেখাশুনা করত রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার বাসিন্দা সুইলাপ্র মারমা। দু’জনে বাগান দেখে সিএনজির জন্য অপেক্ষা করার সময় হঠ্যাৎ পাহাড় ধসে ঘটনাস্থলে দু’জন মারা যায়। নিহতের স্ত্রীকে রোববার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলা কার্যালয়ে নগদ বিশ হাজার টাকা ও বিভিন্ন ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় রাইখালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য (শুক্রবার) কারিগর পাড়ায় পাহাড় ধসে দু’জন মারা যায়।

Exit mobile version