parbattanews

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে দীপংকরের ত্রান বিতারণ

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দুস্থ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারগেুলোর মধ্যে ২৫ মেট্রিক টন চাল বিতারণ করেন।

কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ২৬৩ পরিবারকে বিশ কেজি ও ওয়াগ্গা ইউনিয়নে দু্ইশত পরিবারকে জনপ্রতি ত্রিশকেজি করে  বুধবার সকাল ১০ টায় ইউপি কার্যালয়ে এ  ত্রাণ বিতারণ করা হয়।

ত্রান বিতারণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকৌ. থোয়াইচিং মং মারমা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচঙ্গ্যা, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাগর চক্রবর্তী, সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, উপজেলা ছাত্রলীগ সভাপদি এম নুর উদ্দিন সুমন, সম্পাদক এ আর লিমন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিকসহ সকল ইউপি সদস্যগণ।

Exit mobile version