parbattanews

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সীপকস’র ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কাপ্তাই উপজেলা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)।

রোববার (২৪ জুলাই) সকালে সীপকস’র ব্যবস্থাপনায় সংগঠনটির কার্যালয়ে উপ-শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার কর্তৃক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের সহযোগিতা করার জন্য বিজিবি ও সীপকস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদেরকে চিকিৎসা সহযোগিতার জন্য অনুরোধ জানান। উপ-শাখা সীপকস এর সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিজিবি’র যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে তাদেরকে আশ্বস্থ করেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষা ডা. মাহ্জাবীন মায়িশা এবং সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

Exit mobile version