parbattanews

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মধ্যে নৌবাহিনীর জরুরী ত্রান ও চিকিৎসা প্রদান

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয় কেন্দ্রের পরিবারের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পক্ষ থেকে গত দুইদিন যাবত ব্যাঙছড়ি, চিৎমরম, শিলছড়ি, চন্দ্রঘোনা, রাইখালীসহ বিভিন্ন এলাকায় জরুরীভাবে ত্রান সামগ্রী বিতরণ এবং অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

শনিবারে প্রায় ৫শ’ পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমডোর এম মাহবুব-উল ইসলাম(এনডি), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন।

এসময় নৌ কমান্ডার হুমায়ুন কবির, লে. কমান্ডার আসাদুজ্জামান, লে. কমান্ডার শরীফুল ইসলাম, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নূর, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকায় অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Exit mobile version