parbattanews

কাপ্তাইয়ে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ঘটনায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নতুনবাজার ইয়াছিন স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, দোকানে আগুন লাগলে বাজারের সকল ব্যবসায়ী দ্রুত পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন স্টোরের মালিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে একইদিন দুপুর দেড়টায় কাঁচামাল পারাপার কার্গোটলির (ডাউন) নিচে পাহাড়ের ঢালুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দুটি বসবাসরত টিনের ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়।

বসবাসরত ঘরের মালিক রুবেল ও নাছির জানান, ঘরে অগ্নিকাণ্ডের পর ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। তাই সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তারা।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, কার্গোর নিচে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Exit mobile version