parbattanews

কাপ্তাইয়ে প্রথমবারের মত শিক্ষক দিবস উদযাপিত

রাঙামাটির কাপ্তাইয়ে প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো ” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”। শিক্ষক রাজেশ ভট্রাচার্যের সঞ্চালনায় সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক উদযাপন কমিটির আহবায়ক ও কর্ণফুলি সরকারি কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, কর্ণফুলি সরকারি কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর , কর্ণফুলি সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএসপিআই ইনস্ট্রাকটর ইকবাল হায়দার, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মো. জাফরুল আলম নিজামী, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ হোসাইন আহমেদ চৌধুরী।

Exit mobile version