parbattanews

কাপ্তাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরনের সংষর্ষ হতে রক্ষা পেল ছাত্র-জনতা

কাপ্তাই প্রতিনিধি:

সামান্য ঘটনাকে কেন্দ্র করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের সাথে নতুনবাজারে বসবাসরত কিছু যুবকের কথাকাটাকাটির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের কারণে বড় ধরনের সংষর্ষ হতে রক্ষা পেল সকলে।

বিভিন্ন সূত্রে ও তথ্যমতে জানাযায়,শনিবার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের  ৪৮তম ব্যাচের  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও র‌্যাগ অনুষ্ঠিত হয়। ওই ঘটনার সময় নতুনবাজারের কোন এক যুবকের সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটা কাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমাবার দুপুর একটার দিকে ইনস্টিটিউটের ঐ ছাত্ররা নতুনবাজার আসলে  পূর্বের জেরধরে বাজারের যুবকদের সাথে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে বিষয়টি সমাধান দেওয়ার জন্য স্থানীয় বাজার কমিটির এবং কিছু যুবক এগিয়ে আসলে সমাধানে ব্যর্থ হয়।  পলিটেকনিক ইসস্টিটিউটের কিছু শিক্ষার্থীরা পরে ক্ষিপ্ত হয়ে ছাত্রাবাস হতে লাঠি, লোহার রড নিয়ে বাজারে দৌড়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও নতুনবাজার সমিতির লোকজনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়।

নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান এবং সুইডেন শিক্ষার্থীদের যারা  আঘাত করেছে বা মেরেছে তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। উত্তেজিত ছাত্রদের ঘটনার সঠিক বিচার করা হবে বলে প্রতিশ্রুতি দিলে ছাত্ররা চলে যায়। এ ব্যাপারে এলাকায় পুলিশ মোতায়ন রাখা হয়েছে।

 

Exit mobile version