parbattanews

কাপ্তাইয়ে বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Communica

কাপ্তাই প্রতিনিধি : 

বন বিভাগ ও স্টেংদেনিং রিজিয়ওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রকল্প (SRCWP) কমিউনিকার যৌথ উদ্যোগে বুধবার দু’দিন ব্যাপী ‘‘প্রকৃতি জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণে বহুমাত্রিক প্রচারণা কৌশল ও পরিকল্পনা অনুসন্ধান ভিত্তিক বির্ষক কর্মশালা বনফুল বিশ্রামাঘারে অনুষ্টিত হয়। উক্ত কর্মশালায় এলাকার বন বিভাগ,ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, বিজিবি, আইনশৃংখলা বাহিনীর সদস্য, সিএমসিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিভিন্ন অনুসসন্ধান ভিত্তিক পরামর্শ দেওয়া হয়।

অনুসন্ধান ভিত্তিক কর্মশালায় উপস্থিত ছিলেন কাপ্তাই দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শামসুল আজম, সহকারী বনসংরক্ষক আবুল মুছা শামসুল মুহিত চৌধুরী, কমিউনিকা এ্যাসিটেন ম্যানেজার কাশিনাথ বিশ্বাস, প্রোগাম অফিসার ফারুক হোসাইন, ডাঃ আফরোজা শাহানা, ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ, বিজিবি প্রতিনিধি সুবেদার নিয়াজ মোহাম্মাদ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবুদল মতিন, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, সিএমসি সভাপতি কাজি মাকসুদুর রহমান বাবুল, বিট কর্মকর্তা ফিরোজ কবির, জাহেদুল ইসলাম, সাংবাদিক কবির হোসেন, শিক্ষক মোজাম্মল হোসেন, আবু ইউসুফ, এলপিসি সহমাঠ কর্মকতা আকরাম হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ সানাউল্লা, ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ প্রমূখ।

Exit mobile version