parbattanews

কাপ্তাইয়ে বন্য হাতি রক্ষায় বন বিভাগের ব্যতিক্রমধর্মী আয়োজন

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বন বিটে চলতি সপ্তাহে দু’টি বন্যহাতি ২টি শাবকের জন্ম দেয়।

জন্ম নেয়া শাবকের বনের মধ্যে কোনো খাবার না থাকায় শাবক ও মা  হাতিগুলো প্রতিনিয়ত আর্ত চিৎকার ও চেঁচামেচি করছে এবং খাদ্যার সন্ধানে লোকালয়ে এসে হামলা করছে। যার ফলে লোকালয়ের লোকজন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে । এদিকে বন বিভাগের লোকজন শাবক দু’টিকে বাঁচানোর জন্য লোকালয় হতে কিছু দূরে বনের মধ্যে কলাগাছ সরবরাহ করছে বলে জানাযায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান শুকনো মৌসুমে বনের মধ্যে কোনো খাদ্য নেই তাঁর মধ্যে দু’টি হাতি বাচ্চা দেওয়ার ফলে খাবারের জন্য উৎপাত করছে এবং লোকালয়ে হানাদিচ্ছে। বাচ্চা দু’টি কে বাঁচানোর জন্য বনের মধ্যে আমরা কলাগাছ সরবরাহ করছি। এলাকার লোকজন মত প্রকাশ করে বলছেন, বন বিভাগের  এটি একদম ব্যতিক্রমধর্মী একটি আয়োজন বলে মন্তব্য  করেন তারা।

Exit mobile version