parbattanews

কাপ্তাইয়ে বসুন্ধারা সিমেন্টের ২জন অপহরণ: ৩ঘন্টার পর উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার রাইখালীস্থ কারিগরপাড়া থেকে (রোববার) বিকাল ৩টায় বসুন্ধরা সিমেন্টের ২জন কর্মচারীকে অপহরণ তিন ঘন্টার পর উদ্ধার। জানা যায় যে বসুন্ধারা কার্ভাড ভ্যান ভতি সিমেন্ট নিয়ে রাজস্থলী যাওয়ার সময় চালক ফারুক হোসেন(৩২) ও সহকারী সাইফুল ইসলাম(৩৩)কে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।

এ সংবাদ শুনে চন্দ্রঘোনা থানা ও কাপ্তাই ১৯ বিজিবি ঘটনা জানার সাথে সাথে উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা ৬টায় অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্বার করে থানায় নিয়ে আসে।

চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল আনোয়ার জানান, উদ্ধারকারীদের আমরা ও কাপ্তাই বিজিবির একটি টহল দল অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কি কারনে তাঁদের নিয়ে যায় বা ছেড়ে দেয় তা বলা মুশকিল। এলাকার লোকজন ধারনা করছে অত্র এলাকায় ব্যবসা করতে হলে ভিতরের পার্টি সন্ত্রাসীদের মাসিক চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। তাঁর জন্য নেওয়া হয়েছে। পরে আবার ছেড়েও দেওয়া হয়।

ওসি জানান, রাতে উদ্ধারের পর তাঁদের আবার নিরাপদ লোকমারফতে নিজ কর্তব্যস্থলে ছেড়ে দেওয়া হয়।

Exit mobile version