parbattanews

কাপ্তাইয়ে বাল্য বিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

শিক্ষার্থীদের সচেতনমুলক প্রশিক্ষণে বক্তব্য রাখছেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) অর্থায়নে ও কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ সংক্রান্ত কাপ্তাই উ্চ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজহন করা হয়।

রোববার(৯ ফেব্রুয়ারি) সচেতনতামুল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, অল্প বয়সে যেন বিবাহ করা না হয়, ইভটিজিং করা না হয় এবং নারী ও শিশু নির্যাতন হতে সব সময় দূরে থাকার পরামর্শ দেয়া হয়।

এছাড়া এ ব্যাপারে প্রতিরোধ করতে হলে স্কুল শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা নেওয়া প্রায়োজন এবং সকলে মিলে প্রতিরোধ করা সম্বব বলে মন্তব্য করেন।বাল্য বিবাহ হতে দূরে থাকব বলে শিক্ষার্থীদের শপথ গ্রহণ করানো হয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহমেদ,কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান ও সমাজ সেবা অফিস সুপার ছলেহ আহম্মদ সেলিমসহ প্রমুখ। এ

সময় কাপ্তাই উচচ বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Exit mobile version