parbattanews

কাপ্তাইয়ে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট জনগণ

ফাইল ছবি

 

কাপ্তাইয়ে প্রতি নিয়ত বিদ্যুতের লডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প-কলকারখানাও।

কয়েকজন শিল্প মালিক জানান, দিনের মধ্যে প্রায় ৫/৭বার বিদ্যুৎ চলে যাচ্ছে আমরা ঠিক ভাবে উৎপাদনে করতে পারছিনা। প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিদ্যুৎ কখন যায় আবার কখন আসে তার কোন ঠিক ঠিকানা নেই।

এদিকে প্রচন্ড খড়া তাপে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ও বীমার লোকজন ঠিক মত তাদের কোন কাজ কর্ম করতে পারছেনা বলেও জানান।

উপজেলায় কোন সভা করা হলেও দেখা যায় প্রতিনিয়ত বিদ্যুৎ যাওয়া আসা করছে। যার ফলে সভা বা জরুরী মিটিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

৯ মে তথ্য অফিসের এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কর্মশালা করার সময় ৫/৭বার বিদ্যুৎ চলে যায়।  এদিকে ১ মে দিবসে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ এক সভায় বিদ্যুৎ এর ভেলকি ভাজির কারণে চরম ক্ষোভ প্রকাশ করে।

বিদ্যুৎ বিভাগের লোকজন বলছে সৌর বিদ্যুতের কাজ চলছে তার কারণে বিদ্যুৎ চলে যাচ্ছে।

যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে আর সেখানেই বিদ্যুৎ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে সাধারণ জনগণ অভিমত ব্যক্ত করেন। সাধারণ জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

Exit mobile version