parbattanews

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার, জনসম্মুখে ধ্বংস

রাঙামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ওয়াগ্গা ইউনিয়ন নোয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এসময় পাহাড়ি বাসায় তৈরিকৃত চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

সহকারী কমিশনার মারজান হোসাইন জানান, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চক্র দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা করে মাদক পাচার করে আসছিল এবং এ সকল আস্তানা থেকে কাপ্তাই-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। তাদের আস্তানায় অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ জব্দ করা হয়। মাদক আইনে ৪টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

এসময় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Exit mobile version