parbattanews

কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি।

শনিবার (২১ মে) দুপুরে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নে বড়খোলা পাড়া বৌদ্ধ শাসন রক্ষিত বিহারের চেরাংঘর, বড়খোলা রাস্তা পাকাকরণ ও ব্রীজ উদ্বোধন করেন। এরপর মন্ত্রী উপজেলার কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন।

ডংনালা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের এর সভাপতিত্বে এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমাসহ স্থানীয় জনপ্রিিনধি, পুজনীয় ভিক্ষু সংঘ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version