parbattanews

কাপ্তাইয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত


কাপ্তাই প্রতিনিধি:

‘‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এর ক্ষুধামুক্ত বিশ্ব’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই উপজেলায় বিশ্ব খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে।

দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলা সকল কর্মকর্তা ছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিপু চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহম্মদ নুরু, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আহমেদ চৌধুরী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশ বড়ুয়া, নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী, যুব উন্নয়ন প্রতিনিধি জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার বলেন, দেশে ক্ষুধামুক্ত করতে হলে সকলে একযোগে কাজ করতে হবে।

Exit mobile version