parbattanews

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু

রাঙামাটি কাপ্তাই জাকির হোসেন স্ মিলস্থ মুরগির টিলায় বিষাক্ত পোকার কামড়ে আরোহি ছিদ্দিকা ইসপা নামের সাড়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই শিশু নিজ এলাকায় খেলাধুলা করার সময় বিষাক্ত পোকা হাতে কামড় দেয়। বিষাক্ত পোকার কামড়ের যন্তণা সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। পাশে থাকা একজন পোকাটি হাত হতে নিয়ে ছুড়ে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শিশুর পিতা মো. ছিদ্দিক জানান, তার শিশুটি খেলাধুলা করার সময় হাতে বিষাক্ত পোকা কামড় দেয়। শিশুটি কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে নতুনবাজার ডাক্তারের নিকট নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বিকাল সাড়ে ৪টায় জানাজা শেষে বাঁশ কেন্দ্র কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

Exit mobile version