parbattanews

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাই বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ওরফে রাইটার বৌদিকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ গার্ড অব অনার প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও বার্ধক্যজনিত কারণে ভোগার পর রোববার (১০ জানুয়ারি) রাত  সাড়ে দশটায় ওয়াপদা কলোনির নিজ বাসায় এ বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা কে ৪নং ইউপি কার্যালয় সামনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে গার্ড অব অনার প্রদান করে।

পরে সকাল ১১টায় জানাযা পড়ানো হয়। জানা যায়, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুুুইছাইন চৌধুরী ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় নামাজের জানাযা শেষে কাপ্তাই বাঁশ কেন্দ্রে  দাফন করা হয়।

Exit mobile version