parbattanews

কাপ্তাইয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, লাগানো হবে ২০ হাজার ৩২৫ টি বিভিন্ন প্রজাতির চারা

বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসুচীর আওতায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল‘র সভাপতিত্বে এ সময় উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেন্জ কর্মকর্তা মাহাবুব উল আলম উপস্হিত ছিলেন।

কাপ্তাই বন বিভাগ জানান, এইবার কাপ্তাই উপজেলার ১০০ টি প্রতিষ্ঠানে ২০ হাজার ৩২৫ টি বনজ, ফলজ এবং ভেষজ গাছের চারা লাগানো হবে।

Exit mobile version