parbattanews

কাপ্তাইয়ে ভারি বর্ষণে মসজিদ ও বসতিস্থাপনার ব্যাপক ক্ষতিসাধন

কাপ্তাই প্রতিনিধি:

টানা তিন দিনের ভারি বর্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক পাহাড় ধস, সড়ক, ঘরবাড়ির ক্ষতিসাধন হয়েছে।

তবে মঙ্গলবার (১২ জুন) পর্যন্ত কোন ধরনের প্রাণ হানির ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিংসহ সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কাপ্তাইসহ বিভিন্ন ইউপি কার্যালয় ও বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে জন্য খোলা রাখা হয়েছে।

গেল তিন দিনের ভারি বর্ষণে কাপ্তাইয়ে সুইডিশ নির্মাণাধীন মসজিদের পিলার ধসে যায় এবং পাশের বহু দোকান-পাট ও ঘরের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এছাড়া বিভিন্ন সড়ক, মিশন এলাকা, বসতিঘর, চিৎমরম, কাপ্তাই লগগেইট কুড়ুম এলাকা, মিতিঙ্গাছড়িতে কম বেশি ক্ষতি সাধিত হয়েছে।

এদিকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এ পর্যন্ত ৩০টি পরিবার আশ্রয় নিয়েছে বলে জানা যায়।

তবে এখন পযন্ত কোন সরকারী সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি বলে আশ্রয় কেন্দ্রের লোকজন উল্লেখ করেন।

মঙ্গলবার (১২ জুন) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিশুদের মধ্যে চিপস প্রদান করেন।

এদিকে ঈদকে সামনে রেখে বহু পরিবার এখনও পাহাড়ের ঢালুতে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে।

গত বছরের ১৩ জুনের ভয়াল সেই ঘটনার জন্য পাহাড়ী এলাকায় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

Exit mobile version