parbattanews

কাপ্তাইয়ে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনে দীপংকর তালুকদার এমপি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।

সোমবার (১ আগস্ট) বিকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুল হতে ছোট পাগলী পাড়া পর্যন্ত এ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

কাপ্তাই উপজেলা প্রকৌশলী মো.মনিরুল ইসলাম চৌধুরী জানান, মাস্টার প্লান ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কর্তৃক ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ২২০ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে। এবং আগামি ২০২৪ সালে ৩০ মে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version