parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে জনগণকে মাস্ক পরাতে ও স্বাস্থ্যবিধী মানতে প্রচারাভিযানে নেমেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

বুধবার (৫জানুয়ারি) সকাল ১১-১টা পর্যন্ত নির্বাহী অফিসার সাপ্তাহিক বড়ইছড়ি বাজারে আগত পথচারী, ক্রেতা, বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা বিষয়ে সচেতন করতে প্রচারাভিযান চালান।

একই সাথে ইউএনও ভ্রাম্যমান আদালতে সড়ক আইনে ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় মোটর সাইকেল আরোহীদের হেলমেট, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যান চলাচল করার দায়ে জরিমানা আদায় করা হয়। ৬টি মামলায় ২ হাজার ৯শত টাকা এবং প্রকাশ্য উন্মুক্ত স্থানে ধূমপান করায় একজনকে ৫০টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৭টি মামলা দায়ের করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Exit mobile version