parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে লকডাউনের চর্তুথ দিনে প্রশাসনের প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টা হতে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক হাট রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি চলাচল, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা দায়ের করেন এবং ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, ও চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, রাইখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার উপস্থিত ছিলেন।

অভিযানে ইউএনও মাস্ক বিতরণ করেন এবং সকলকে সচেতন থাকার আহবান করে।

Exit mobile version