parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ইউএনওকে দেখে ফার্মেসি বন্ধ করে পলায়ন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় নির্বাহী হাকিমকে দেখে অনেক ঔষধ ফার্মেসি বন্ধ করে দিয়ে ছটকে পরে।

মঙ্গলবার (৪ মে) বেলা ১২টার সময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০১০ এর ৪ ধারায় ভেটেনারি ঔষধ লাইসেন্স ছাড়া বিক্রির দায়ে ফার্মেসিতে পশু খাদ্য বিক্রির অপরাধে নতুনবাজার শ্যামা ফার্মেসি’কে ৩ হাজার এবং মুনমুন মেডিকেল হল’কে ৩ হাজার করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি মামলা দায়ের করা হয়। এছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৫ জন পথচারীকে ৮শত টাকা জরিমানা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Exit mobile version