parbattanews

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ও জরিমানা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের বড়ইছড়ি ও নতুন বাজার এলাকার কয়েকটি খাবার দোকান, মুদি দোকান, ফ্রুট্স এর দোকানে অপরিচ্ছন্নতা, মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখা সহ স্থানীয় একটি ফার্মেসীতে অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালত পৃথক, পৃথক ভাবে দোকানীকে সর্বমোট ১৫ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৫এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল।

এসময় তিনি রমজানকে কেন্দ্র করে যেনো কোন দ্রব্যের বাজার মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্য ক্রেতা থেকে নেওয়া না হয় সেই বিষয়ে দোকানীদের সতর্ক করেন।

এছাড়া সব সময় মূল্য তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।

পরে নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অফিসে রমজানে সকল পণ্যের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. ইলিয়াছ, নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি বাবু সাগর চক্রবর্ত্তী, স্থানীয় ইউপি সদস্য মো. সজিবুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই থানা পুলিশ সহ আরও অনেকে।

Exit mobile version