parbattanews

কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙামাটির কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে ।

রাত ১২টা ১ মিনিটে কাপ্তাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা জানান কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগেরএর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, কাপ্তাই থানার ওসি ( তদন্ত) নুরুল আলম।

এছাড়া আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version