parbattanews

কাপ্তাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভা

কাপ্তাই প্রতিনিধি:

সোমবার (৪মার্চ) উপজেলা রেস্ট হাউজ সভাকক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।

এছাড়াও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৭ই মার্চ উপজেলা রেস্ট হাউজ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version