parbattanews

কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Woman copy

কাপ্তাই প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রাকিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় ক্ষুধা ওদারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যায়ে ১০টি বিষয়ের সফলতা বিষয়ক এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা তথ্য অফিসের উদ্যোগে শহীদ মিনার চত্তরে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার মোহাম্মমদ হারুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, কাপ্তাই থানার এসআই ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা উর্বশী দেওয়ান, ডা. এমিতি চাকমা, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু প্রমূখ।

মহিলা সমাবেসে বক্তরা বর্তমান সরকারের ১০টি বিষয়ের সফতা বিয়য়ে আলোচনা করেন। এগুলো হল একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা সমুহ।

Exit mobile version